বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে সারাদেশে বোমা হামলা হয়েছে। তারা অনেকবার আমাকেও হত্যার চেষ্টা করেছে। কিন্তু আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, দমে যাওয়ার না। আমি দমে যায়নি।
শনিবার (২১ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবী সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, ‘অনেকে দেশের রিজার্ভ নিয়ে উদ্বিগ্ন। জাতির পিতা ক্ষমতা গ্রহণের পর কোনো রিজার্ভ মানি ছিল না। যুদ্ধ বিধ্বস্ত দেশে রাস্তাঘাট বিধ্বস্ত ছিল। সেই অবস্থায় তিনি দায়িত্ব নেন। রেল-সড়ক থেকে শুরু করে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা উন্নয়নের মধ্য দিয়ে তিনি দেশকে এগিয়ে নিয়ে গেছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার মাত্র ১০ মাসে একটি সংবিধান দেন। সারা বিশ্বে এত দ্রুত সময়ে কেউ দিতে পারেনি।
শেখ হাসিনা বলেন, আমাদের দেশে একসময় জুড়িশিয়াল সার্ভিসে কোনো নারী যেতে পারতো না। বঙ্গবন্ধু কিন্তু এটার সমাধান করে দিয়ে গেছেন। জাতির পিতা আমাদের যে পদক্ষেপ দিয়ে গেছেন, তা নিয়েই আমরা পথ চলি। আমাদের একটাই লক্ষ্য আইনের শাসন প্রতিষ্ঠা করা।
প্রধানমন্ত্রী বলেন, খন্দকার মোশতাক বেইমান-মোনাফেক, জিয়াউর রহমানের সহায়তায় ক্ষমতায় আসে। কিন্তু বেশি দিন টিকতে পারেনি। অবশ্য পরে জিয়ার আসল চেহারা বেরিয়ে আসে। জিয়া নির্বাচনী প্রক্রিয়া ধ্বংস করে। দল গঠন করে জনগণের ভোট কারচুপি করে ক্ষমতায় আসে।
তিনি বলেন, লাখো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন ব্যর্থ না হয় সে জন্য আমি কাজ করে যাচ্ছি।
এর আগে সকাল ১১টার দিকে বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিত ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
একুশে সংবাদ/ই.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

