রাজবাড়ীর গোয়ালন্দে বৃহস্পতিবার (২১ সেপ্টম্বের) দিনগত রাত পৌনে ১০ টার দিকে ১০ গ্রাম হেরোইনসহ সাথী আক্তার (৪৭) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মো. শাকিল শেখের স্ত্রী।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার। এসময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস টিম বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১০ টার দিকে উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ১০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত সাথী একজন পেশাদার মাদক কারবারি তার বিরুদ্ধে এ ছাড়াও পূর্বের আরও ৭ টি মাদক মামলা আদালতে বিচারাধীণ রয়েছে। এসংক্রান্তেও তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :