মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এটা সারা পৃথিবীর মানুষ স্বীকার করে কিন্তু বিএনপি-জামায়াত মেনে নেয় না। তাই সুযোগ পেলেই তারা মিথ্যাচার করে। আসলে বিএনপি-জামায়াত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা আরেকটা ১৫ আগস্ট চায়।’
বৃহস্পতিবার (২৭ জুলাই) ভার্চুয়ালি নোয়াখালীর চাটখিল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘বিএনপি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। আর জামায়াত দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। যারা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, আপনারা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করবেন।’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু করেছেন। ১৯৭৫-এর পর বীর মুক্তিযোদ্ধারা পরিচয় দিতে পারতেন না। শেখ হাসিনা এখন বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দিচ্ছেন। এই ভাতা আগামী দিনে আরো বাড়বে। তিনি বীর মুক্তিযোদ্ধাদের বিনাপয়সায় চিকিৎসার ব্যবস্থা করেছেন। তাদের কবর একই ডিজাইনের মাধ্যমে সংরক্ষিত করা হচ্ছে যেন শত বছর পরেও মানুষ চিনতে পারে। বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ অব্যাহত রয়েছে।’
বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেয়া হয়েছে উল্লেখ করে আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘যুদ্ধের সময় আমরা কত কষ্টে ছিলাম। বীর মুক্তিযোদ্ধারা বাংকারে বাংকারে নিদারুণ জীবনযাপন করেছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। এর নাম ‘বীরের কণ্ঠে বীর গাঁথা’। আমাদের লোকজন বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি যাবে। ৫-৬ মিনিট বক্তব্য রেকর্ড করবে। ৯ মাস কীভাবে যুদ্ধ করেছে এই স্মৃতি সংরক্ষণ করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন- নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রাহাত আমিন পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি নাজমুল হুদা সাকিল, চাটখিল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলী হোসাইন প্রমুখ।
একুশে সংবাদ/এসএপি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

