নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রায় ৫০ শতাংশের মত ভোট পড়েছে। তিনি বলেন, গাজীপুরের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। প্রার্থীরাও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট।
বৃহস্পতিবার (২৫ মে) নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
ইসি আলমগীর আরও জানান, ১-২ ঘণ্টার মধ্যে ভোট গণনা শেষ হতে পারে।
যুক্তরাষ্ট্রের ভিসা নীতির বিষয়ে মো. আলমগীর বলেন, এটি নির্বাচন কমিশনের বিষয় না, রাষ্ট্রের বিষয়।
আজ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট গ্রহন। এখন চলছে গণনা।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। পুরুষ ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন, ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী এবং ট্রান্সজেন্ডার ১৮ জন ভোটার।
এই নির্বাচনে মেয়র পদে প্রার্থী দিয়েছে পাঁচটি দল। তিন স্বতন্ত্র প্রার্থীসহ ভোটের মাঠে রয়েছেন আট মেয়র প্রার্থী। বিএনপিসহ তাদের মিত্ররা ভোট বর্জন করেছেন।
একুশে সংবাদ/জ.ন.প্র/জাহাঙ্গীর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

