বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মুগাকাঠি গ্রামে নিজ বাড়ির পাশে ইঁদুর মারার উদ্দেশ্যে পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মুজাফর মৃধা ওরফে মুজাই মৃধা (৭৫) নামে এক কৃষক মারা গেছেন। ঘটনা ঘটে সোমবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার সময় — স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মুজাফর মৃধা তার বাড়ির পাশের ধানক্ষেতে ইঁদুর ঠেকাতে নিয়মিত বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করতেন। ৩ নভেম্বর দুপুরে তিনি বিশেষ কোনো প্রয়োজন নিয়ে মাঠে গেলে বৈদ্যুতিক লাইন বন্ধ না থাকার কারণে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে এবং বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে জীবন হারান। পরে মরদেহ উদ্ধার করে উজিরপুর মডেল থানার পুলিশ।
উজিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, “প্রাথমিকভাবে জানা গেছে তিনি নিজের জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদে সংযোগ দিচ্ছিলেন; অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেছেন। মরদেহ প্রয়োজনীয় ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হবে। এ বিষয়ে অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।”
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি–২, উজিরপুর অফিসের সহকারী ম্যানেজার মোঃ সেলিম শেখ বলেন, “ইঁদুর মারার উদ্দেশ্যে বৈদ্যুতিক ফাঁদ পাতা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। আমরা নিয়মিতভাবে অভিযান চালাই, তবুও কিছু কৃষক নির্দেশনা মানছেন না।”
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা সংবাদকর্মীদের বলেন, “যে কোনো স্থানে বৈদ্যুতিক ফাঁদ আটকানো বা ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে শোক ও উদ্বেগ দেখা দিয়েছে। হাসপাতালে মরদেহ হস্তান্তর ও ময়নাতদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে পুলিশ তদন্ত চালাবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

