AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৭ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘বঙ্গবাজারে নয়,’ বিকল্প জায়গায় দোকান বসানোর বিষয়ে ভাবা হচ্ছে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:০৯ পিএম, ৯ এপ্রিল, ২০২৩

‘বঙ্গবাজারে নয়,’ বিকল্প জায়গায় দোকান বসানোর বিষয়ে ভাবা হচ্ছে

বঙ্গবাজারে ধ্বংসস্তুপ সরাতে সময় লাগবে, তাই বিকল্প জায়গায় অস্থায়ী দোকান বসানোর বিষয়ে ভাবা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন।

 

রোববার (৯ এপ্রিল) বঙ্গবাজার এনেক্সকো টাওয়ারের সামনে তিনি এসব কথা জানান।

 

তিনি বলেন, দক্ষিণ সিটি মেয়রের সাথে বৈঠক করে জায়গা নির্ধারণ করা হবে। যাতে শিগগিরই বঙ্গবাজারে ব্যবসায়ীরা ঈদের বেচাবিক্রি করতে পারেন। 

 

হেলালউদ্দিন বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াচ্ছে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর অংশ হিসেবে কুমিল্লা জেলার সংসদ সদস্য ও দোকান মালিক সমিতি, কুমিল্লা সিটি করপোরেশন ও সিটি করপোরেশনের মেয়র ব্যক্তিগত তহবিল থেকে মোট ২৬ লাখ টাকা অনুদান হিসেবে দেয়।

 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে ঢাকা শহরের তৃতীয় লিঙ্গের হিজরা জনগোষ্ঠী। তারা মোট ২০ লাখ টাকা নগদ অনুদান দেন।

 

এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারাদের একদিনের বেতন থেকে ২ লাখ টাকা অনুদান ব্যবসায়ী সমিতির হাতে তুলে দেন মহাপরিচালক।

 

একুশে সংবাদ.কম/ন.জ.প্র/জাহাঙ্গীর

Shwapno
Link copied!