AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় প্রেস ক্লাবে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:৪৯ পিএম, ৪ জুলাই, ২০২২
জাতীয় প্রেস ক্লাবে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা

 

জাতীয় প্রেস ক্লাবের ফটকের ভেতরে খোলা স্থানে গাজী আনিস (৫০) নামে এক ব্যাক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। তিনি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

 

সোমবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। তার দেহের ৮০ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

 

গাজী আনিসের বাড়ি কুষ্টিয়ায়। তিনি ঠিকাদারির কাজ করেন। একটি কোম্পানির কাছ থেকে পাওনা কোটি টাকা না পেয়ে ক্ষোভ থেকে তিনি আত্মহত্যার চেষ্টা চালান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকাল ৫টার দিকে প্রেস ক্লাবের ফটকের ভেতরে খোলা স্থানে আনিস নিজের গায়ে আগুন ধরিয়ে দেন।  শুয়ে থাকা ওই ব্যক্তির গায়ে আগুন জ্বলছে দেখে আশপাশ থেকে সবাই ছুটে যান। তারা পানি ঢেলে আগুন নেভান। তবে ততক্ষণে তার গায়ের পোশাক সম্পূর্ণ পুড়ে যায়।

মো. আলী নামে এক সংবাদকর্মী আনিসকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।

 

মো. আলী বলেন, “তার সঙ্গে একটু কথা হয়েছিল। তিনি বলেছেন, একটি কোম্পানির কাছ থেকে তিনি ১ কোটি ২৬ লাখ টাকা পাবেন। ওই কোম্পানি তা দিচ্ছে না। পাওনা পেতে তিনি এর আগে মানববন্ধন করেছিলেন। কিন্তু কোনো লাভ হয়নি। তাই তিনি নিজের গায়ে আগুন দেন।”

 

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আনিসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, চিকিৎসা চলছে। আনিসের মুখ মণ্ডলসহ শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে বলে চিকিৎসকদের উদ্ধৃত করে জানান পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া।

 

একুশে সংবাদ.কম/ব.ন.জা.হা

 

Link copied!