AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৃগীরোগের চিকিৎসায় আধুনিক ইনস্টিটিউট গড়ে তোলা হবে: স্বাস্থ্যমন্ত্রী 


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৩৭ পিএম, ২৫ নভেম্বর, ২০২১

মৃগীরোগের চিকিৎসায় আধুনিক ইনস্টিটিউট গড়ে তোলা হবে: স্বাস্থ্যমন্ত্রী 

মৃগীরোগের চিকিৎসায় দেশে আধুনিক মানের ইনস্টিটিউট গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ রাজধানীর একটি হোটেলে মৃগীরোগ চিকিৎসার গাইড লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। 

সোসাইটি অব নিউরোলজিস্ট বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ কোরাইশীর সভাপতিত্বে  অনুষ্ঠানে বঙ্গবন্ধু  শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম ও বিসিপিএস সভাপতি অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ বক্তব্য রাখেন। 

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএমএমইউ নিউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।

অন্য দেশের তুলনায় বাংলাদেশের করোনা পরিস্থিতি ভালো আছে উল্লেখ করে  স্বাস্থ্যমন্ত্রী দেশের করোনা পরিস্থিতি নিন্ত্রয়নে রাখতে সবাইকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

বাংলাদেশে প্রতি হাজারে ৮ দশমিক ৪ শতাংশ লোক মৃগীরোগে আক্রান্ত। সেই হিসেবে এদেশে প্রায় পৌনে ১৪ লাখ মৃগীরোগী আছে। সঠিকভাবে রোগ নির্ণয় এবং চিকিৎসা নিলে ৭০ ভাগ মৃগীরোগী ভালো হয়ে যান বলে জানান বক্তারা। 


একুশে সংবাদ

Link copied!