চীনের ৬ লাখ উপহারের টিকার দ্বিতীয় চালান আজ ঢাকার পথে। এরই মদ্ধে এই টিকা বেইজিং এয়ারপোর্টে পৌঁছেছে বলে জানা যায়। আগামী রোববার (১৩ জুন) ঢাকায় চলে আসবে টিকা।
উপহারের দ্বিতীয় কিস্তির টিকা নিয়ে এসব তথ্য জানিয়ে শুক্রবার (১১ জুন) সকালে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন ঢাকায় চীনা দূতাবাসের উপ রাষ্ট্রদূত হ্যালং ইয়ান। টিকা পরিবহন ও মজুতের তিনটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘৬ লাখ টিকা প্রস্তুত। ১৩ জুন (রোববার) তা বাংলাদেশে পৌঁছাবে।’
এর আগে গত ১২ মে চীন প্রথম দফায় ৫ লাখ টিকা উপহার দেয়। সবগুলো ডোজই চীনের সিনোফার্ম উদ্ভাবিত বিবিআইবিপি-করভি টিকার।
বাংলাদেশ ও বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়া হয়।
সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আজ জানিয়েছেন, চীনের উপহারের টিকা আনতে বাংলাদেশ বিমানবাহিনীর পরিবহন বিমান ১৩ জুন সকালে বেইজিং যাবে। উপহারের টিকা আর চিকিৎসাসামগ্রী নিয়ে বিমানবাহিনীর পরিবহন বিমান এদিন বিকেলে ঢাকায় ফিরে আসবে।
একুশে সংবাদ/বর্না



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

