মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জালাল উদ্দিন (৫২) হেফাজতে ইসলামের সমর্থকদের হামলায় গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
রবিবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে শহরের শুলপুর এলাকায় হরতাল সমর্থকদের সঙ্গে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।
সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা (পুলিশ সদস্যরা) শুলপুর এলাকায় গেলে হেফাজতের লোকজন আমাদের ওপর হামলা চালায়। এসময় তারা ওসি স্যারকে হকিস্টিক দিয়ে মাথায় আঘাত করে।এতে তিনি গুরুতর আহত হন। পরে স্যারকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তিনি এখনও অচেতন অবস্থায় আছেন। তার চিকিৎসা চলছে।
এদিকে খবর পেয়ে ঢাকা রেঞ্জ অফিস থেকে পুলিশ সুপার (এসপি) আক্তার হোসেন ঢামেকে এসেছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, হেফাজতে ইসলামের লোকজনের হকিস্টিকের আঘাতে সিরাজদিখানের ওসি গুরুতর আহত হয়েছেন। তিনি জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
একুশে সংবাদ / ড / এস
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
