AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সহকারী সচিব হলেন ১৪ নন-ক্যাডার কর্মকর্তা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:১৪ পিএম, ২২ নভেম্বর, ২০২০
সহকারী সচিব হলেন ১৪ নন-ক্যাডার কর্মকর্তা

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে ১৪ জন প্রশাসনিক (এও) ও ব্যক্তিগত (পিও) কর্মকর্তাকে ক্যাডার বহির্ভূত পদে পদোন্নতি দিয়ে সহকারী সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, নবম গ্রেড (২২০০০-৫৩০৬০/-) প্রদান করে রোববার (২২ নভেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পদোন্নতি দিয়ে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

ব্যক্তিগত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা মো. মহিউদ্দীন শামীম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এ কে এম গোলাম মওলা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মো. মুর্শিদ আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মো. মেহেদী হাসান, মুহাম্মদ জাহিদ হোসেন ও খন্দকার মমিনুর রহমান।

আর প্রশাসনিক কর্মকর্তারা হলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের মো. সুলতান আহমেদ ও মো. বেলায়েত হোসেন ফরুকী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মো. আমিনুর রহমান, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের মো. সুলতান উদ্দিন, মন্ত্রিপরিষদ বিভাগের মোহাম্মদ আশিকুর রহমান, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের মোরশেদা বেগম ও অর্থবিভাগের জাহিদা খাতুন।

প্রশাসনে নন-ক্যাডার ক্যাটাগরিতে উপ-সচিবের নয়টি, জ্যেষ্ঠ সহকারী সচিবের ৫৭টি ও সহকারী সচিবের ২১০টি পদ রয়েছে।

একুশে সংবাদ/শি/এআরএম

Link copied!