জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের সময় সংঘটিত হত্যাযজ্ঞ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও বর্তমান রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন, “সেই সময়ে এত প্রাণহানি ও রক্তপাত ঘটেছে, এর জন্য আমি গভীরভাবে অনুতপ্ত ও লজ্জিত।”
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ নিজের জবানবন্দি দিতে গিয়ে মামুন স্বীকার করেন, দায়িত্ব পালনের সময় এ ধরনের ঘটনা ঘটে যাওয়ায় তিনি দায় ও অপরাধ স্বীকার করছেন। নিহত-আহতদের পরিবার ও দেশের মানুষের কাছে তিনি ক্ষমা চান।
বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল প্যানেলে মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। সকালে কারাগার থেকে আদালতে হাজির করা হয় মামুনকে। দুপুরে সংক্ষিপ্ত বিরতির পর বিকেলে তার জবানবন্দি পুনরায় শোনা হবে।
এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক আসামি হিসেবে বিচারাধীন আছেন। শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শী সাক্ষীদের বক্তব্যে গত বছরের জুলাই-আগস্টে চালানো হত্যাযজ্ঞের বিস্তারিত উঠে এসেছে। তারা এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
মামুন গত ১০ জুলাই আদালতে নিজের দায় স্বীকার করে স্বপ্রণোদিতভাবে রাজসাক্ষী হওয়ার আবেদন জানান। এখন পর্যন্ত মামলাটিতে ৩৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে এবং মঙ্গলবার ছিল সাক্ষ্যগ্রহণের ১১তম দিন।
একুশে সংবাদ/জা.নি/এ.জে