ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ চেম্বার আদালত স্থগিত করেছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ জারি করেন। আদালত এই স্থগিতাদেশ হাইকোর্টের রায় ও হাতে লেখা একটি আবেদনের শুনানির পর তাৎক্ষণিকভাবে দেন।
সুপ্রিমকোর্টের আইনজীবী শিশির মনির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেন। আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে নির্বাচন কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছেন। তাই ডাকসু নির্বাচন এখন নির্বিঘ্নে আয়োজন করা যাবে।"
এর আগে, বিকেল ৩টা ৫০ মিনিটে হাইকোর্ট ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ সেই আদেশ দেন। হাইকোর্ট আদেশে রিটকারী ও বামজোটের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলমকে নির্দেশ দেওয়া হয়েছিল, জিএস প্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে আনা অভিযোগ আগামী ১৫ দিনের মধ্যে ডাকসুর নির্বাচনী ট্রাইব্যুনালে দাখিল করতে।
গতকাল রিট দায়ের করা হয়েছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মনোনীত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থীতার বৈধতা চ্যালেঞ্জ করে। রিট দায়ের করেছিলেন বামজোট মনোনীত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম। রিটের পক্ষের আইনজীবী ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে