AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:১২ পিএম, ২৫ মে, ২০২৫

জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু

জুলাই বিপ্লব-পরবর্তী প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজধানীর চানখারপুলে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে ছয়জনকে হত্যার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।

রোববার (২৫ মে) ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের মাধ্যমে এই বিচারিক প্রক্রিয়া শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

তিনি জানান, "আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এখন ট্রাইব্যুনাল যদি অভিযোগ আমলে নেয়, তাহলে পরবর্তী বিচারিক ধাপ শুরু হবে।"

আসামিদের পরিচয় ও অবস্থান
আট অভিযুক্তের মধ্যে চারজন বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন—

  • ইন্সপেক্টর আরশাদ

  • কনস্টেবল মো. সুজন

  • কনস্টেবল ইমাজ হোসেন ইমন

  • কনস্টেবল নাসিরুল ইসলাম

পলাতক চারজন হলেন—

  • ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব

  • সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্ত্তী

  • রমনা জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহ আলম মো. আকতারুল ইসলাম

  • সহকারী কমিশনার (এসি) মো. ইমরুল

মামলার তদন্ত কাজ শেষ হয় গত ২১ এপ্রিল। এরপর থেকে প্রসিকিউশন দপ্তর মামলাটি প্রস্তুত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করে।


গত বছরের ৫ আগস্ট ঢাকার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার চলমান অভ্যুত্থানে পুলিশ গুলিতে ছয়জন নিহত হন। এই ঘটনা ঢাকার রাজপথে তীব্র জনরোষের জন্ম দেয় এবং পরে তা জুলাই বিপ্লব নামে পরিচিতি পায়। পরবর্তীতে এসব সহিংসতার বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় বিচার শুরু করে।


এই মামলা দিয়ে জুলাই বিপ্লব-পরবর্তী বিচার প্রক্রিয়ার দিকনির্দেশনা নির্ধারিত হতে পারে বলে মনে করছেন আইন বিশ্লেষকরা। এর মধ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অতীতের দায়বদ্ধতা, দমন-পীড়নের সংস্কৃতি এবং জনতার প্রতিক্রিয়ার বিচার শুরু হলো বলে তারা মনে করেন।

 

একুশে সংবাদ/স.ট/এ.জে
 

Link copied!