বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে রোববার (৩ আগস্ট)।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
তিনি বলেন, “আদালতের অনুমতি অনুযায়ী আগামীকাল সূচনা বক্তব্য সরাসরি সম্প্রচার করা হবে। এরপরই প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণ শুরু হবে।”
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া পরিচালিত হবে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে সরাসরি সম্প্রচার করা হবে আদালতের কার্যক্রম।
এ মামলায় অভিযুক্ত অন্য দুই ব্যক্তি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তবে মামুন বর্তমানে রাষ্ট্রপক্ষের রাজসাক্ষী হিসেবে বিবেচিত হচ্ছেন।
গত ১০ জুলাই ট্রাইব্যুনাল এ মামলায় তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, জুলাই-আগস্ট গণআন্দোলন চলাকালে ছাত্র ও সাধারণ নাগরিক মিলিয়ে ১,৪০০ জনকে হত্যা, হত্যার নির্দেশ ও উসকানির অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।
একুশে সংবাদ/আ.ট/এ.জে