AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড, বাকি তিন আসামি খালাস


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, মাগুরা
১০:০৫ এএম, ১৭ মে, ২০২৫

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড, বাকি তিন আসামি খালাস

আলোচিত শিশু আছিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন।

তবে মামলার অন্য তিন আসামি—আছিয়ার বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং হিটু শেখের স্ত্রী রোকেয়া বেগমকে খালাস দেওয়া হয়েছে।

রায়ের আগে সকাল সাড়ে ৮টার দিকে চার আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

আসামি হিটু শেখ গত ১৫ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। তদন্তে প্রমাণিত হয়, ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় তিনি একাই জড়িত ছিলেন। এরপর গত ১৩ মে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য দিন ধার্য করে আদালত।

আছিয়ার পরিবারের সদস্যরা রায়ের পর আদালত প্রাঙ্গণে প্রতিক্রিয়ায় বলেন, “আমরা সন্তুষ্ট। আজ প্রমাণ হলো, বিচার এখনো হয়।” তারা দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

সামাজিক আন্দোলন ও দ্রুত বিচার প্রক্রিয়ার কারণে মামলাটি দেশজুড়ে আলোচিত হয়। নাগরিক সমাজ মনে করছে, এ রায় সমাজে দৃষ্টান্তমূলক বার্তা দেবে।

 

একুশে সংবাদ/ চ.ট/এ.জে

Link copied!