পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি পুষিয়ে নিতে ১৭ ও ২৪ মে (শনিবার) সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (আপিল ও হাইকোর্ট) বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম চলবে। একইসঙ্গে আগামী ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) সুপ্রিম কোর্টেও সাধারণ ছুটি থাকবে।
সোমবার (১২ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়—
সরকারি সিদ্ধান্তের আলোকে ঈদের ছুটি ও দাপ্তরিক কার্যক্রম সমন্বয়ের জন্য ১৭ মে ও ২৪ মে শনিবার সুপ্রিম কোর্ট খোলা থাকবে।
এর আওতায় হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ এবং দেশের অধস্তন আদালতগুলোর বিচারিক কার্যক্রমও চলবে।
উল্লেখ্য, সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ঈদুল আজহার ছুটিতে ১১ ও ১২ জুনকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সেই ছুটির ক্ষতিপূরণ করতেই সাপ্তাহিক ছুটির দিনেও আদালতের কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
একুশে সংবাদ/ ঢ.প/এ.জে