AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিলখানা বিদ্রোহ মামলায় আরও ৪০ বিডিআর জওয়ানের জামিন


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:৩৯ পিএম, ১২ মে, ২০২৫

পিলখানা বিদ্রোহ  মামলায় আরও ৪০ বিডিআর জওয়ানের জামিন

২০০৯ সালের পিলখানা বিদ্রোহে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় কারাবন্দি আরও ৪০ সাবেক বিডিআর সদস্যের জামিন মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল।

ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক ইব্রাহিম মিয়া গত ৮ মে এই আদেশ দেন বলে সোমবার (১২ মে) নিশ্চিত করেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শাহাদাৎ হোসেন।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন জানান, জামিন চাওয়া আসামিদের মধ্যে অনেকেই বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তাদের নথিপত্র যাচাই করে আদালত ৪০ জনের জামিন মঞ্জুর করলেও বাকিদের আবেদন নামঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— রেজাউল করিম, শাজাহান, সাইফুল ইসলাম, শামীম, হাবিবুর রহমান, বনি আমিন চৌধুরী, ইমতিয়াজ আহমেদ নবীন, মোয়াজ্জেম হোসেন, সিদ্দিকুর জামান জোয়ার্দার লিটন, খলিলুর রহমান, কৌতুক কুমার সরকার, সালাউদ্দিন, সোহরাব হোসেন, সুমন চক্রবর্তী, সেলিম, বিধান সাহা, তাপস বিশ্বাসসহ মোট ৪০ জন।

এর আগে, চলতি বছরের ১৯ জানুয়ারি একই মামলায় ১৭৮ জন আসামির জামিন দেন আদালত। পরে তারা কারাগার থেকে মুক্তি পান।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক মামলা হয়।

হত্যা মামলায় বিচার শেষে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন, ২৫৬ জনের বিভিন্ন মেয়াদে সাজা এবং ২৭৮ জনকে খালাস দেন আদালত। পরে হাইকোর্টের রায়ে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল থাকে এবং ১৮৫ জনকে যাবজ্জীবন দেওয়া হয়।

বিস্ফোরক মামলায় মোট ৮৩৪ জন আসামির বিরুদ্ধে বিচার চলছে। ঘটনাটির পুনঃতদন্তে সরকারের গঠিত কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে।

 

একুশে সংবাদ/ ঢ.প/এ.জে

Shwapno
Link copied!