বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হত্যা মামলার আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শেষে রায়ের তারিখ ঘোষণা করেছে আপিল বিভাগ। আগামী ৪ সেপ্টেম্বর এ মামলার রায় দেওয়া হবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে বেঞ্চে টানা পাঁচ দিনের শুনানি শেষে এ তারিখ নির্ধারণ করা হয়।
এর আগে বুধবার (২০ আগস্ট) আসামি তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে আইনজীবী এস এম শাহজাহান ও শিশির মনির যুক্তি উপস্থাপন করেন। তারা দাবি করেন, মামলায় বিভিন্ন অসঙ্গতি থাকায় আসামিদের খালাসই বহাল রাখা উচিত।
রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শেষ হওয়ায় এখন চূড়ান্ত রায়ের অপেক্ষা।
২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। ৩১ জুলাই থেকে আপিলের শুনানি শুরু হয়।
২০১৮ সালের ১০ অক্টোবর বিশেষ ট্রাইব্যুনাল এই মামলায় সাবেক প্রতিমন্ত্রী বাবর ও সাবেক উপমন্ত্রী সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমান, হারিছ চৌধুরী, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন। আহত হন কয়েকশ নেতাকর্মী, যাদের মধ্যে অনেকে স্থায়ীভাবে পঙ্গু হয়ে যান। সেই হামলায় দলের সভাপতি শেখ হাসিনাও গুরুতর আহত হয়েছিলেন।
একুশে সংবাদ/স.ট/এ.জে