AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাগেরহাটে ৪ আসন পূর্ণবহালের দাবিতে সড়ক অবরোধ



বাগেরহাটে ৪ আসন পূর্ণবহালের দাবিতে সড়ক অবরোধ

বাগেরহাট জেলায় ৪টি সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে রবিবার (২৪ আগস্ট) সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে সড়ক অবরোধ ও হরতাল পালিত হয়েছে। সকাল থেকে কর্মসূচি পালনের কারণে মোরেলগঞ্জ শহরসহ আশপাশের এলাকায় যান চলাচল একেবারেই বন্ধ থাকে।

হরতালের সমর্থনে সর্বদলীয় কমিটির নেতাকর্মীরা মিছিল বের করেন এবং বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে স্লোগান দেন। এ সময় পানগুছি নদীর উত্তরপারের ৮টি ইউনিয়ন ও কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার, মোরেলগঞ্জের বলইবুনিয়া ও হোগলাবুনিয়া ইউনিয়ন, দক্ষিণপারের ৬ ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অবস্থান নেন। তবে দোকানপাট আংশিক খোলা থাকলেও সড়কে কোনো যানবাহন চলাচল করেনি।

সর্বদলীয় কমিটির নেতারা অভিযোগ করে বলেন, বাগেরহাট জেলার ৪টি আসন পূর্ণবহাল না হওয়ায় স্থানীয় জনগণের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে। তাই অবিলম্বে আসনগুলো পুনর্বহালের দাবি জানান তারা।

অবরোধ-হরতালের সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। দূরপাল্লার বাস চলাচলও পুরোপুরি বন্ধ ছিল। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থান নেয় এবং মোরেলগঞ্জ থানা পুলিশ নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করে।

 

একুশে সংবাদ/বা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!