পটুয়াখালীর বাউফলে একই রাতে দুই বাড়িতে ডাকাতিকালে স্থানীয় জনতার হাতে দুজন ডাকাত আটক হয়েছেন। এর মধ্যে গণপিটুনিতে একজন নিহত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত একটার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর গ্রামে খলিল হাওলাদার ও আজাহার জোমাদ্দারের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে ৬-৭ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ধাওয়া দিলে ডাকাত দলের দুইজন পাশের একটি পুকুরে লুকিয়ে পড়ে। পরে খোঁজাখুঁজির মাধ্যমে তাদের আটক করা হয়, তবে অন্যরা পালিয়ে যায়।
গণপিটুনিতে উজ্জ্বল নামের এক ডাকাত ঘটনাস্থলেই নিহত হন। অপর সদস্য রাজিব পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিধখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ভোরে ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বাউফল থানার ওসি আখতারুজ্জামান সরকার জানান, জীবিত সদস্য রাজিব চিকিৎসাধীন রয়েছেন এবং নিহত উজ্জ্বলের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/প.প্র/এ.জে