গাজীপুরের জয়দেবপুরে ২০১৬ সালে মাদ্রাসা পড়ুয়া সাতজন ছাত্রকে হত্যা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ পরোয়ানা জারি করেন। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
প্রসিকিউশনের পক্ষ থেকে শুনানিতে জানানো হয়, ২০১৬ সালে সাতজন মাদ্রাসাছাত্রকে গুম করা হয়। পরে তাদের জয়দেবপুরের একটি বাড়িতে বাইরে থেকে তালাবদ্ধ করে রাখা হয়। পরবর্তীতে জঙ্গি নাটক সাজিয়ে অভিযানের নামে সাতজনকেই হত্যা করা হয়।
এ ঘটনায় দায়ের করা মামলায় প্রাথমিক তদন্ত শেষে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। আদালত আগামী ১৫ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।
একুশে সংবাদ/আ.ট/এ.জে