AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইনজীবী আলিফ হত্যা: চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:২২ এএম, ৫ মে, ২০২৫

আইনজীবী আলিফ হত্যা: চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৫ মে) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালত এ আদেশ দেন।

এদিন কারাগার থেকে ভার্চ্যুয়াল মাধ্যমে শুনানিতে যুক্ত করা হয় চিন্ময়কে। এর আগে রোববার মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, শুধু আলিফ হত্যা নয়—পুলিশের কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং বিস্ফোরণের ঘটনায় দায়ের করা আরও দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। এসব মামলার শুনানি হবে মঙ্গলবার (৬ মে)।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুরের পর চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীরা বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় সংঘর্ষে আদালত চত্বরের পাশে আইনজীবী সাইফুল আলিফ নিহত হন। তার বাবা জামাল উদ্দিন কোতোয়ালী থানায় হত্যা মামলা করেন।

এ ছাড়া ওইদিন পুলিশের ওপর হামলা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা দায়ের হয়।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!