AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাপিয়া দম্পতির অবৈধ সম্পদ অর্জন মামলার বিচার শুরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৪১ পিএম, ৩০ নভেম্বর, ২০২১
পাপিয়া দম্পতির অবৈধ সম্পদ অর্জন মামলার বিচার শুরু

শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে  ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আদালত অভিযোগ গঠন করেছেন। অভিযোগ গঠনের ফলে শুরু হয়েছে মামলার আনুষ্ঠানিক বিচারকার্য।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ২২ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত।

এর আগে গত ৬ অক্টোবর আসামি পাপিয়া ও তার স্বামী মফিজুরকে আদালতে হাজির করা হয়। এরপর আদালত তাদের উপস্থিতিতে দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে গ্রহণ করেন। এসময় ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ বদলির নির্দেশ দেন।

২০২০ সালের ৪ আগস্ট  শাহীন আরা মমতাজ দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক বাদী হয়ে  মামলাটি করেন তাদের দুইজনের নামে। মামলাটি করা হয়‘দুদক আইন, ২০০৪’ এর ২৭ (১) ধারায়। তদন্ত শেষে তিনি প্রতিবেদন জমা দেন। এরপর গত ১১ ফেব্রুয়ারি দুদক পাপিয়া দম্পতির বিরুদ্ধে অভিযোগ পত্র অনুমোদন করে।

 

একুশে সংবাদ/জা/তাশা

Link copied!