পঞ্চদশ সংশোধনীর বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত আপিলের শুনানি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আপিল বিভাগ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শুনানির জন্য ৫ মার্চ তারিখ ধার্য করেছেন।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, পঞ্চদশ সংশোধনীর কিছু বিষয় পরবর্তী সংসদের হাতে রেখে দেওয়া উচিত। তিনি প্রধান বিচারপতিকে জানান, আগের আপিল বিভাগের মতো কোনো বিতর্কিত রায় দিতে চান না।
বিএনপির আইনজীবীরা মন্তব্য করেছেন, দেশের মানুষ নির্বাচনের দিকে মনোযোগী। দুই মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরো সংশোধনী বাতিল করলে পরবর্তী সংসদের জন্য সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে।
এদিকে ব্যারিস্টার সারা হোসেন বলেন, পরবর্তী সংবিধান সংশোধনে অবশ্যই মুক্তিযুদ্ধ সম্পর্কিত ধারাগুলো অক্ষুণ্ণ রাখা উচিত।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

