রাজশাহীর রাজপাড়া থানার অলি-গঞ্জ পূর্বপাড়ায় বুধবার (১০ ডিসেম্বর) সংঘটিত গলিতে ছুরিকাঘাতে এক যুবক নিহত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার দুপুরে রাজপাড়া থানাসহ সংশ্লিষ্ট ইউনিট যৌথ অভিযান চালিয়ে মূল আসামী রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)-র সিটিটিসি এবং মিডিয়ার মুখপাত্র গাজিউর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আরএমপি বোয়ালিয়া জোনের ডিসি মীর মোহাম্মদ সাফিন মাহমুদ এবং রাজপাড়া থানার ওসি মো. আবদুল মালেক।
পুলিশ জানায়, নিহত যুবক শান্ত এবং রিপন ও তার ছোট ভাই নয়ন—যিনি রিপনের সঙ্গে ছিলেন—দাদন ব্যবসা কেন্দ্রিক বিরোধে জড়িয়ে পড়েন। শান্ত তাদের দাদন ব্যবসা বন্ধ করার অনুরোধ জানানোর পর তাদের মধ্যে বিবাদ শুরু হয়।
গত বুধবার সন্ধ্যায় শান্ত ও রিপন-নয়ন পক্ষের মধ্যে অলি-গঞ্জ পূর্বপাড়ার এক গলিতে কথা কাটাকাটির একপর্যায়ে, রিপন ও নয়নসহ আরও কয়েকজন ধারালো চাকু ও চাপাতি নিয়ে শান্তকে আক্রমণ করেন। গুরুতর অবস্থায় শান্তকে স্থানীয়রা দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর রাজপাড়া থানা, ডিবি ও সিটিটিসি যৌথ পুলিশের একটি দল রাতেই অভিযানে নামে। তারা রাজশাহী জেলার বাঘা থানার নারায়ণপুর গ্রাম এলাকা থেকে রিপনকে গ্রেপ্তার করেন। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত রিপন ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা স্বীকার করেছেন।
উল্লেখ্য, শান্তের বাবা আব্দুস সাত্তার রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রাথমিকভাবে গ্রেপ্তার রিপনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে এবং সাত দিনের রিমান্ড আবেদন করা হবে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

