হিমালয়ের দেশ নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী কাঠমান্ডুতে সেনাবাহিনী নামিয়েছে সরকার।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ চলছে। এ ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি নেপাল সরকার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্সসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে। সেই সিদ্ধান্তের পর থেকেই রাজধানী কাঠমান্ডুর বাণেশ্বর এলাকা থেকে বিক্ষোভের সূচনা হয়, যা দ্রুত পুরো শহরে ছড়িয়ে পড়ে।
বিক্ষোভে শিক্ষার্থী ও তরুণদের উপস্থিতিই ছিল বেশি। আন্দোলনকারীরা লাঠি, গাছের ডাল ও বোতল নিয়ে প্রতিরোধ গড়ে তুললেও, পুলিশ ও সেনারা জলকামান, টিয়ারশেল এবং রাবার বুলেট ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। এ সময় বিক্ষোভকারীদের কণ্ঠে সরকারবিরোধী স্লোগান ধ্বনিত হতে থাকে। কয়েকজন আন্দোলনকারী জাতীয় সংসদ ভবনেও প্রবেশ করেন।
এদিকে, কাঠমান্ডু জেলা প্রশাসন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ জারির ঘোষণা দিয়েছে। তবে তা উপেক্ষা করেই বিভিন্ন এলাকায় আন্দোলন অব্যাহত রেখেছে বিক্ষুব্ধ জনতা।
একুশে সংবাদ/কি.প্র/এ.জে