AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওয়াশিংটন ডিসিতে ‘ট্রাম্পকে বিদায় করো’ প্রতিবাদ-বিক্ষোভ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৩১ এএম, ৭ সেপ্টেম্বর, ২০২৫

ওয়াশিংটন ডিসিতে ‘ট্রাম্পকে বিদায় করো’ প্রতিবাদ-বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে কয়েক হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমেছেন, ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদ জানাতে। বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দাবি করছেন, রাজধানীর রাস্তায় টহলরত বাহিনী প্রত্যাহার করতে হবে।

রোববার (৭ সেপ্টেম্বর) টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভে অংশ নেয় অবৈধ অভিবাসী, ফিলিস্তিন সমর্থক ও সাধারণ নাগরিকরা। তারা বিভিন্ন স্লোগান দেন ও পোস্টারে লেখা বার্তা প্রদর্শন করেন, যেমন— “ট্রাম্পকে এখনই বিদায় করতে হবে”, “ডিসিকে মুক্ত করো”, “স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো” ।

অ্যালেক্স লফার নামে এক প্রতিবাদকারী বলেন, “আমরা কর্তৃত্ববাদী শাসনের বিরোধিতা করছি। ফেডারেল পুলিশ ও ন্যাশনাল গার্ডকে রাস্তা থেকে সরাতে হবে।”

ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, সেনা মোতায়েনের উদ্দেশ্য হলো “আইন, শৃঙ্খলা ও জননিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করা।” তবে সমালোচকরা এটিকে ফেডারেল ক্ষমতার অপব্যবহার বলছেন। বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ওয়াশিংটনে সহিংস অপরাধ ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

ডিসি ন্যাশনাল গার্ড সরাসরি প্রেসিডেন্টের অধীনে থাকে। বর্তমানে ছয়টি রিপাবলিকান নেতৃত্বাধীন অঙ্গরাজ্য থেকে আসা দুই হাজারের বেশি সেনা ওয়াশিংটনে টহল দিচ্ছে। সেনাবাহিনী জানিয়েছে, ন্যাশনাল গার্ডের দায়িত্ব ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এদিকে ট্রাম্প শিকাগোতেও ন্যাশনাল গার্ড পাঠানোর পরিকল্পনা করেছেন, যা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আইনি দ্বন্দ্বের সম্ভাবনা সৃষ্টি করছে।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!