AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজায় ২৭০০ পরিবার নিশ্চিহ্ন, ধ্বংস ৯০ শতাংশ অবকাঠামো


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৩৮ এএম, ৭ সেপ্টেম্বর, ২০২৫

গাজায় ২৭০০ পরিবার নিশ্চিহ্ন, ধ্বংস ৯০ শতাংশ অবকাঠামো

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের টানা হামলায় পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে ২ হাজার ৭০০ পরিবার। অর্থাৎ এসব পরিবারের কেউ জীবিত নেই। পাশাপাশি প্রায় দুই বছরের যুদ্ধ গাজার ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস করেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, এ পর্যন্ত ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ হাজার ৮০০ কোটি ডলার। ধ্বংস হয়েছে ৩৮টি হাসপাতাল, ৮৩৩টি মসজিদ এবং দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান।

এদিকে আল জাজিরার খবরে বলা হয়, শনিবার ইসরায়েলি হামলায় আরও ৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা শহরেই প্রাণ হারিয়েছেন অন্তত ৪৫ জন। শহরটি দখলে নিতে এবং বাসিন্দাদের দক্ষিণে সরিয়ে দিতে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৩৬৮ জনে এবং আহত হয়েছেন এক লাখ ৬২ হাজার ৩৬৭ জন। নিহতদের মধ্যে ২০ হাজারেরও বেশি শিশু।

এ ছাড়া খাদ্য সংকট ও দুর্ভিক্ষে প্রাণহানি অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় অনাহারে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এতে ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮২ জনে, যাদের মধ্যে ১৩৫ জন শিশু।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!