গাজায় আটক জিম্মিদের মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ আলোচনায় আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
ট্রাম্প বলেন, “আমরা হামাসের সঙ্গে গভীরভাবে কথা বলছি। আমি তাদের বলেছি, জিম্মিদের ছেড়ে দিন—তাহলেই ভালো কিছু ঘটবে। তবে যদি মুক্তি না দেয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।”
তার দাবি, বর্তমানে হামাসের হাতে বেঁচে থাকা জিম্মির সংখ্যা খুব কম। তাই তাদের ফেরত আনার সম্ভাবনা কঠিন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, “আমি সবসময় বলে এসেছি—যখন বন্দীর সংখ্যা ১০ বা ২০ জনে নেমে আসে, তখন তাদের ফিরিয়ে আনা প্রায় অসম্ভব হয়ে পড়ে। কারণ তখন একমাত্র উপায় হয়ে দাঁড়ায় আত্মসমর্পণ, আর সেটা ভালো নয়।”
এর আগে গত সপ্তাহে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশাল-এ লিখেছিলেন, “হামাসকে বলুন—অবিলম্বে সব ২০ জন জিম্মিকে ফিরিয়ে দিন। তাহলেই যুদ্ধ থেমে যাবে।”
ট্রাম্পের এমন বক্তব্যের পর হামাসও জানিয়েছিল, যুদ্ধ বন্ধে তারা একটি পূর্ণাঙ্গ সমঝোতার বিষয়ে প্রস্তুত রয়েছে।
একুশে সংবাদ/জা.নি/এ.জে