চাঁদপুরের ফরিদগঞ্জে দুটি দ্রুতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্থানীয় ব্যবসায়ী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় ১৮ বছর বয়সী জিহাদসহ আরও দু’জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মদনেরগাঁও বরকন্দাজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা তালুকদার (৪৫) উপজেলার মানিকরাজ গ্রামের মাওলানা ইদ্রিস তালুকদারের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং স্থানীয়ভাবে মেডিকেল এক্সেসরিজের ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাদশা তালুকদার তার নিত্যদিনের ব্যবসায়িক মালামাল নিয়ে মোটরসাইকেলে চান্দ্রা বাজারের দিকে যাচ্ছিলেন। মদনেরগাঁও এলাকায় পৌঁছানোর মুহূর্তে বিপরীত দিক থেকে আসা ‘বেপরোয়া গতির’ একটি মোটরসাইকেলের সঙ্গে তার বাইকের ভয়ংকর সংঘর্ষ ঘটে। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে বাদশা ঘটনাস্থলেই নিহত হন। অপর বাইকে থাকা দুই আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাদের চাঁদপুর সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
নিহতের চাচাতো ভাই বাবলু তালুকদার জানান, “বাদশা তালুকদার সকালে জীবিকার তাগিদে মোটরসাইকেল নিয়ে চান্দ্রা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। মদনেরগাঁও বরকন্দাজ বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাদশা ঘটনাস্থলেই নিহত হন।”
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. শাহ আলম জানান, “মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহতের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

