কিশোরগঞ্জে জেলা প্রশাসকের উপস্থিতিতে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান বর্জন করেছেন স্থানীয় সাংবাদিকরা। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “পাগলা মসজিদ পরিচালনা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা” অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
নির্ধারিত সময় ছিল বিকেল ৪টা। কিন্তু জেলা প্রশাসক ফৌজিয়া খান বিকেল ৫টা পর্যন্ত সভায় উপস্থিত না হওয়ায় সাংবাদিকরা ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেন।
জানা গেছে, সভায় সভাপতিত্ব করার কথা ছিল জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খানের। নির্ধারিত সময়ের আগেই স্থানীয় সাংবাদিক ও অতিথিরা উপস্থিত হলেও জেলা প্রশাসক নিজ দপ্তরে কিছু কর্মকর্তাকে নিয়ে একটি বৈঠকে ব্যস্ত ছিলেন বলে জানা যায়।
বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষার পর সাংবাদিকরা জেলা প্রশাসকের কক্ষে গিয়ে বিষয়টি জানতে চাইলে অফিস সহকারিরা প্রবেশে বাধা দেন। পরে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. রিয়াদ হোসেন বিষয়টি ডিসিকে জানাতে যান। কিন্তু কিছুক্ষণ পর জেলা প্রশাসক অন্য দরজা দিয়ে সম্মেলন কক্ষে প্রবেশ করেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকরা বলেন, “একজন জেলা প্রশাসক যদি নিজেই সময়ের প্রতি সম্মান না দেখান, তাহলে অন্যদের কাছ থেকে তা প্রত্যাশা করা কঠিন।” তারা আরও বলেন, “যদি তার অন্য কোনো জরুরি বৈঠক থেকেই থাকে, তাহলে অন্তত উপস্থিতদের জানানো যেত।”
পরে জেলা প্রশাসক সভাকক্ষে এসে দেরির কারণ সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে জানিয়েছেন উপস্থিত সাংবাদিকরা। এমনকি বাইরে সাংবাদিকদের অবস্থান সম্পর্কেও তিনি অবগত ছিলেন না।
একুশে সংবাদ/এ.জে