রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনা অব্যাহত রাখায় ভারতের বিরুদ্ধে কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ভারতের ওপর ‘উল্লেখযোগ্য’ হারে শুল্ক বসানো হতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে মঙ্গলবার (৫ আগস্ট) দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ভারত আমাদের ভালো বাণিজ্যিক অংশীদার নয়। তারা প্রচুর পণ্য আমেরিকায় রপ্তানি করে, অথচ আমরা তাদের দেশে পণ্য পাঠাতে পারি না তেমনভাবে। এজন্য তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছি। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমি এটি আরও বাড়াতে যাচ্ছি, কারণ তারা রাশিয়ার কাছ থেকে তেল কিনছে।”
একদিন আগেই ট্রাম্প ভারতের বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছিলেন। তখন তিনি অভিযোগ করেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরও ভারত সেদেশ থেকে তেল আমদানি করছে এবং তা আবার বাজারে বিক্রি করে মুনাফা করছে।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা তাদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে