রাশিয়ার কুড়িল দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্পের পর ভয়াবহ সুনামি আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার ভোরে রিখটার স্কেলে ৮.৮ মাত্রার এই ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ঢেউ আছড়ে পড়ে।
সুনামির সম্ভাবনায় উপকূলবর্তী সেভেরো-কুরিলস্ক শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়, সাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো নিশ্চিত করেছেন, নিরাপত্তার স্বার্থে শহরের বাসিন্দাদের উঁচু স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং সেখানেই তাদের অবস্থান করতে বলা হয়েছে যতক্ষণ না ঝুঁকি পুরোপুরি কেটে যায়।
গভর্নর আরও বলেন, “জরুরি উদ্ধার বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। জননিরাপত্তা নিশ্চিতে নেয়া হচ্ছে সব ধরনের প্রস্তুতি।”
কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, সুনামির পানিতে উপকূল ডুবে যাচ্ছে এবং সাইরেন বাজতেই মানুষজন দ্রুত নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন।
তাৎক্ষণিকভাবে প্রাণহানি বা বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সেভেরো-কুরিলস্কের একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র প্লাবিত হয়েছে এবং কারখানার কর্মীদের তাৎক্ষণিক সরিয়ে নেওয়া হয়।
রাশিয়ার ভূগবেষণা দপ্তর জানিয়েছে, সুনামির আশঙ্কায় পুরো কুড়িল দ্বীপপুঞ্জজুড়ে সতর্কতা জারি রয়েছে। ইউজনো-সাখালিনস্ক ভূকম্পন কেন্দ্রের প্রধান এলেনা সেমেনোভা জানিয়েছেন, দ্বীপ অঞ্চলের উপকূল ঘেঁষা সব বসতিতে সতর্কতামূলক নজরদারি চলছে।
আপাতত ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত থাকলেও পরিস্থিতি মূল্যায়ন করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো মাঠে কাজ করছে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে