ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন এলাকা হা লং উপসাগরে পর্যটকদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও আটজন।
শনিবার (১৯ জুলাই) বিকেলে প্রচণ্ড ঝড়বৃষ্টির মধ্যে বজ্রসহ বৃষ্টিপাত ও প্রবল দমকা হাওয়ায় নৌকাটি উল্টে যায়। দেশটির স্থানীয় গণমাধ্যম ভিএনএক্সপ্রেসের তথ্য উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই খবর প্রকাশ করেছে।
ভিএনএক্সপ্রেস জানিয়েছে, দুর্ঘটনার সময় নৌকাটিতে মোট ৫৩ জন আরোহী ছিলেন। এর মধ্যে ৪৮ জন পর্যটক এবং পাঁচজন নৌকাকর্মী ছিলেন, যাদের সবাই স্থানীয় ভিয়েতনামি নাগরিক। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১১ জনকে জীবিত এবং ৩৪ জনের মরদেহ। নিখোঁজ থাকা বাকি আটজনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, উদ্ধার হওয়া জীবিত ব্যক্তিদের মধ্যে ১৪ বছর বয়সী একজন কিশোরও রয়েছে, যাকে নৌকার ভেতরে প্রায় চার ঘণ্টা আটকে থাকার পর জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। যাত্রীদের অধিকাংশই হ্যানয় থেকে আগত পর্যটক পরিবার, যাদের মধ্যে ২০ জনেরও বেশি শিশু ছিল।
একুশে সংবাদ/জা.নি/এ.জে