AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:২৪ এএম, ৯ জুলাই, ২০২৫

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে

১০ দিন পর দুবাইয়ের স্বর্ণবাজারে স্বর্ণের দাম কমেছে, যা ভোক্তাদের মধ্যে কিছুটা স্বস্তি এনেছে। বুধবার (৯ জুলাই) গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে ৩.২৫ দিরহাম কমে দাঁড়িয়েছে ৩৬৬.৭৫ দিরহামে।

এ দাম সর্বশেষ দেখা গিয়েছিল ৩০ জুন। এর মাঝে প্রায় এক দশক ধরে স্বর্ণের দর ৩৭০ দিরহামের ওপরে অবস্থান করছিল, যা অনেক ক্রেতার স্বর্ণ অলঙ্কার কেনার আগ্রহে প্রভাব ফেলেছিল।

বর্তমান দর ৩০ দিনের সর্বনিম্ন ৩৬৫.৫০ দিরহামের তুলনায় কেবল ১.২৫ দিরহাম বেশি। সেই সময় স্বর্ণবাজারে ক্রেতাদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

এক স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী বলেন, “ক্রেতারা মূলত স্বর্ণের দাম ৩৬০ দিরহামের আশেপাশে থাকলে স্বস্তি পান। তখন তারা আগ্রহ নিয়ে আবার বাজারে আসেন। তবে ৩৭০ দিরহামের ওপরে চলে গেলে তা অনেকের জন্য মানসিক বাধা তৈরি করে। যদিও আমরা মূল্য লক-ইন সুবিধা, মেকিং চার্জে ছাড় কিংবা হীরার গয়নায় আকর্ষণীয় অফার দিয়ে থাকি।”

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ভরকেন্দ্র মূলত নির্ধারিত হয় ডলার বিনিময় হার ও বৈশ্বিক আর্থিক নীতিমালার ভিত্তিতে। সামনের দিনগুলোতে আরও দরপতনের সম্ভাবনা রয়েছে, তবে তা ৩৬০ দিরহামে পৌঁছাবে কিনা, সেটি নির্ভর করছে অর্থনৈতিক অনিশ্চয়তা ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর নীতিগত সিদ্ধান্তের ওপর।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!