AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক আলোচনার দ্বিতীয় দফা আজ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৫৭ এএম, ৯ জুলাই, ২০২৫

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক আলোচনার দ্বিতীয় দফা  আজ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক ইস্যুতে দ্বিতীয় দফার আলোচনা আজ (বুধবার) শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ বৈঠক চলবে ১১ জুলাই (শুক্রবার) পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।

এই বৈঠকে অংশ নিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানায় ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) দপ্তর। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস বার্তায় বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৭ জুলাই ১৪টি দেশের রাষ্ট্রনেতার কাছে যে চিঠি পাঠান, তার পরপরই আলোচনা পুনরায় শুরু করা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, যিনি সরাসরি উপস্থিত রয়েছেন ওয়াশিংটনে। ঢাকা থেকে অনলাইনে আলোচনায় যুক্ত থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও এক অতিরিক্ত সচিবসহ একটি প্রতিনিধি দল আগেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছে।

এর আগে ২৭ জুন অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকে কিছু অগ্রগতি হয়। বাংলাদেশ পক্ষ আশাবাদী, চলমান আলোচনায় চুক্তিটি দ্রুত চূড়ান্ত করা সম্ভব হবে।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!