গত কয়েক দিনের ইসরায়েলি হামলায় ইরানে প্রাণ হারিয়েছেন অন্তত ৬০৬ জন—এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া খবরে এই তথ্য নিশ্চিত করা হয়।
ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফরগনি বলেন, ১৩ জুন থেকে শুরু হওয়া হামলায় আহত হয়েছেন আরও পাঁচ হাজারের বেশি মানুষ। তাদের অনেকে ইতোমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠলেও বহুজন এখনো বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
মন্ত্রী আরও জানান, সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে গত ২৪ ঘণ্টায়—যেখানে একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১০৭ জন।
এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া পোস্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কারমানপোর বলেন, গত ১২ দিন ধরে দেশের হাসপাতালগুলো চরম সংকট ও বেদনাদায়ক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সোমবার তিনি জানিয়েছিলেন, প্রাণহানির সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেছে।
এছাড়া আহতদের মধ্যে এখনও ৯৭১ জন হাসপাতালে চিকিৎসাধীন এবং ৬৮৭ জনের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
নিহতদের মধ্যে রয়েছেন ১৩ জন শিশু, যাদের মধ্যে সবচেয়ে কম বয়সীটির বয়স মাত্র দুই মাস। নিহতদের তালিকায় রয়েছেন ৪৯ জন নারী, যাদের মধ্যে দুজন গর্ভবতী ছিলেন।
ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের স্বাস্থ্য খাতও। পাঁচজন চিকিৎসা ও স্বাস্থ্যকর্মী নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। হামলায় ধ্বংস হয়েছে সাতটি হাসপাতাল, ছয়টি জরুরি চিকিৎসাকেন্দ্র, চারটি ক্লিনিক এবং নয়টি অ্যাম্বুলেন্স।
তবে ইরানে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান’ দাবি করেছে, প্রকৃত নিহতের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে প্রায় দ্বিগুণ।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

