মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরায়েল পূর্ণমাত্রার একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক ঘোষণায় এই তথ্য প্রকাশ করেন।
ট্রাম্প বলেন, এই সমঝোতা মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাতের অবসানের দিকে একটি বড় পদক্ষেপ হতে পারে। তার ভাষায়, “সবকিছু যদি সঠিক পথে এগোয়—যেমনটা আশা করা হচ্ছে—তাহলে আমি উভয় পক্ষকে অভিনন্দন জানাই।”
তিনি আরও বলেন, “এই যুদ্ধ বছরের পর বছর ধরে গড়াতে পারত এবং এতে গোটা মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যেত। কিন্তু আমরা সেটা রুখে দিয়েছি।”
তবে ট্রাম্পের ঘোষণার পরও ইসরায়েল ও ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আঞ্চলিক বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এ ঘোষণাকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
একুশে সংবাদ/ চ.ট/এ.জে