ভারতের গুজরাটে ভয়াবহ বিমান দুর্ঘটনার একদিনের মাথায় আবারও বিপদে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ। বোমা হামলার হুমকির পর থাইল্যান্ডের ফুকেট বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় ফ্লাইটটি।
শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে এয়ার ইন্ডিয়ার এআই৩৭৯ ফ্লাইটটি ফুকেট থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে উড্ডয়নের কিছু সময় পর আন্দামান সাগরের আকাশসীমা থেকে বিমানটি ঘুরে পুনরায় ফুকেটে অবতরণ করে।
থাইল্যান্ডের বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্লেনে থাকা ১৫৬ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। তবে হুমকির প্রকৃতি ও তদন্তের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ বিষয়ে এখন পর্যন্ত এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
এর আগে মাত্র একদিন আগেই গুজরাটে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইট (এআই১৭১)। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটি উড্ডয়নের দুই মিনিট পরই একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়, যাতে ২৪১ জন আরোহীর সবাই নিহত হন।
পরপর দুটি ঘটনার কারণে দেশ-বিদেশে উদ্বেগ তৈরি হয়েছে বিমান নিরাপত্তা ঘিরে।
একুশে সংবাদ/ চ.ট/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
