AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত জো বাইডেন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:২৬ এএম, ১৯ মে, ২০২৫

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত জো বাইডেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন, যা ইতোমধ্যে তার হাড়েও ছড়িয়ে পড়েছে। রোববার (১৮ মে) এক বিবৃতিতে বাইডেনের দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে সিএনএন।

৮২ বছর বয়সী বাইডেন সম্প্রতি প্রস্রাবজনিত সংক্রমণের কারণে চিকিৎসকের পরামর্শ নিতে যান। পরে বিভিন্ন পরীক্ষার পর শুক্রবার তার ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বাইডেনের ক্যানসারের গ্লিসন স্কোর ৯, যা তুলনামূলকভাবে বেশি এবং রোগটি আক্রমণাত্মক পর্যায়ে পৌঁছেছে।

তবে আশার কথা হচ্ছে, এই ক্যানসার হরমোন-সংবেদনশীল হওয়ায় এর চিকিৎসা সম্ভব বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর। বাইডেন এবং তার পরিবার ইতোমধ্যে চিকিৎসকদের সঙ্গে সম্ভাব্য চিকিৎসাপদ্ধতি নিয়ে আলোচনা শুরু করেছেন।

বাইডেনের মুখপাত্র জানান, ক্যানসার সংক্রান্ত বিবৃতির বাইরে তারা আর কোনো মন্তব্য করবেন না। বর্তমানে বাইডেন ডেলাওয়্যারের উইলমিংটনে নিজ বাসভবনে অবস্থান করছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

এর আগে বাইডেনের একজন মুখপাত্র জানিয়েছিলেন, সাম্প্রতিক এক পরীক্ষায় তার প্রোস্টেটে একটি ‘ছোট নোডিউল’ শনাক্ত হয়েছিল। ক্যানসার শনাক্তের খবরটি সেই পরীক্ষার কিছুদিন পরেই এলো।

 

একুশে সংবাদ/ আ.ট/এ.জে

Link copied!