বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে মাঝিগাতী হাই স্কুল মাঠে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় শতাধিক কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
কর্মী সভায় সভাপতিত্ব করেন আবুল কাজী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইউনিট সদস্য (গোপালগঞ্জ-২) অ্যাডভোকেট আজমল হোসেন সরদার।
সভায় আরও উপস্থিত ছিলেন—জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মাওলানা আব্দুল হামিদ, জেলা জামায়াত সভাপতি অধ্যাপক রেজাউল করিম, জেলা সেক্রেটারি মোহাম্মদ আল মাসুদ খান, সদর উপজেলার নায়েবে আমির মাওলানা মহিবুল্লাহ, সহ স্থানীয় আরও নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “আগামী দিনের সংসদ হবে আল-কোরআনের নীতি-আদর্শে পরিচালিত একটি সংসদ।”
তারা আরও বলেন, “সব দলকে জনগণ দেখেছে। এবার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সুযোগ দেওয়ার।”
বক্তারা সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনগণের কল্যাণে কাজ করার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

