রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের নলবনিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১,৪৫০ প্যাকেট (১৪৫ কার্টন) ভারতীয় সিগারেটসহ একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৫৯৩৮২) জব্দ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
শুক্রবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নির্দেশনায় মারিশ্যা জোনের সহকারী পরিচালক (এডি) মো. হাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সিগারেট ও ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় জব্দ করে বিজিবি।
অভিযানের টের পেয়ে ট্রাকচালক সিগারেট ও ট্রাক ফেলে পালিয়ে যায়। বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “মারিশ্যা জোন অবৈধ চোরাচালান ঠেকাতে বদ্ধপরিকর। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

