AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে, কোনো মেয়াদ নেই: ভারতের সেনাবাহিনী


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:৩৯ পিএম, ১৮ মে, ২০২৫

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে, কোনো মেয়াদ নেই: ভারতের সেনাবাহিনী

পাকিস্তানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তির কোনো নির্ধারিত মেয়াদ নেই এবং এটি এখনই শেষ হচ্ছে না—এমনটাই জানিয়েছে ভারতের সেনাবাহিনী। রোববার (১৮ মে) এনডিটিভিকে দেওয়া এক বিবৃতিতে দেশটির একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা এই তথ্য জানান।

তিনি বলেন, “নয়াদিল্লি ও ইসলামাবাদের ডিজিএমওদের (ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস) মধ্যে যে আলাপচারিতার মাধ্যমে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটির কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।”

ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়, যুদ্ধবিরতির মেয়াদ ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল এবং সেটি আজই শেষ হচ্ছে। তবে সেনাবাহিনীর তরফ থেকে সে ধারণা স্পষ্টভাবে নাকচ করা হয়েছে।

এছাড়া রোববার ভারত-পাকিস্তানের মধ্যে ডিজিএমও পর্যায়ের কোনো বৈঠকের সময়সূচিও নির্ধারিত নেই বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, চলতি মাসের ১০ মে পাকিস্তান ও ভারতের মধ্যে চার দিন ধরে চলা সীমান্ত সংঘর্ষের পর ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ সম্মত হওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে রাতব্যাপী আলোচনা হয় এবং সেখানেই যুদ্ধবিরতিতে পৌঁছায় তারা।

এই ঘোষণার পর থেকেই যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশা চলছিল। ভারতীয় সেনাবাহিনীর সর্বশেষ অবস্থান স্পষ্ট করেছে, বর্তমান যুদ্ধবিরতি চলবে এবং এর কোনো মেয়াদসীমা নেই।

বিশ্লেষকরা বলছেন, দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখতে এই যুদ্ধবিরতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে পরিস্থিতির ওপর নজর রাখছে আন্তর্জাতিক মহল।

 

একুশে সংবাদ/ আ.ট/এ.জে

Link copied!