AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তানিদের জন্য সহজ হচ্ছে বাংলাদেশ ভিসা, চালু হচ্ছে ই-ভিসা সুবিধা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:২১ পিএম, ১৬ মে, ২০২৫

পাকিস্তানিদের জন্য সহজ হচ্ছে বাংলাদেশ ভিসা, চালু হচ্ছে ই-ভিসা সুবিধা

দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং সাংস্কৃতিক বিনিময় বাড়াতে পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এই প্রক্রিয়ার অংশ হিসেবে শিগগিরই ই-ভিসা সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন।

শুক্রবার (১৬ মে) পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এলসিসিআই) আয়োজিত এক সভায় হাইকমিশনার ইকবাল হোসেন বলেন,“দ্বিপাক্ষিক বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময় উৎসাহিত করতে বাংলাদেশ পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সহজ করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ই-ভিসা সুবিধা চালুর দিকেও অগ্রসর হচ্ছি।”

তিনি আরও বলেন, নিয়মিত ব্যবসায়িক প্রতিনিধি দলের বৈঠক এবং সম্ভাব্য খাত চিহ্নিত করে যৌথ উদ্যোগের মাধ্যমে সম্পর্ককে আরও অর্থবহ করা সম্ভব।

সম্ভাব্য বাণিজ্য খাত ও যোগাযোগ ব্যবস্থা

বাংলাদেশের পক্ষ থেকে নারকেল ও কয়লা রপ্তানির প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তান থেকে চামড়া, মাংস, চাল, চিনি, মাছ ও কয়লা আমদানির সম্ভাবনার কথা তুলে ধরেন হাইকমিশনার।

দুই দেশের মধ্যে সরাসরি বিমান ও শিপিং রুট চালুর বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি।

বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক তুলনামূলকভাবে সীমিত। তবে সাম্প্রতিক সময়ে দ্বিপাক্ষিক আলোচনার গতি বাড়ানো এবং অর্থনৈতিক সংযোগ জোরদারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ভিসা প্রক্রিয়া সহজ করাকে এই প্রচেষ্টারই অংশ হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়ন হলে দুই দেশের বাণিজ্য ও ব্যবসায়ী পর্যায়ের যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং নতুন বাজার উন্মোচনের সুযোগ সৃষ্টি হবে।

 

একুশে সংবাদ/চ.ট/এ.জে

Shwapno
Link copied!