ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রাত ৮টায় (ভারতীয় সময়) জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন। ভাষণে তিনি ‘অপারেশন সিঁদুর’-এর বিস্তারিত তুলে ধরবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
গত ৭ মে পাকিস্তান ও আজাদ কাশ্মীরে অন্তত ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। অভিযানে জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বার সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করা হয় বলে দাবি করে নয়াদিল্লি।ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় প্রায় ১০০ জন জঙ্গি নিহত হয়েছে।
অভিযানটি ছিল গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার প্রতিক্রিয়া, যেখানে ২৬ জন ভারতীয় পর্যটক প্রাণ হারান।
পাকিস্তান দাবি করেছে, ভারত বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর জবাবে ইসলামাবাদ ‘বুনইয়ান-উল-মারসুস’ নামের একটি পাল্টা সামরিক অভিযান চালায়। পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের ২৬টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
উভয়পক্ষের সংঘাত বাড়তে থাকায় গত ১০ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান,“ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।”
এই ঘোষণার পরই দু’দেশ যুদ্ধবিরতি কার্যকরের সিদ্ধান্ত প্রকাশ করে।
নরেন্দ্র মোদির আজকের ভাষণে অপারেশন সিঁদুরের কৌশল, সাফল্য, এবং ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থান স্পষ্ট হবে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। একইসঙ্গে দক্ষিণ এশিয়ায় চলমান নিরাপত্তা পরিস্থিতিতে ভারত সরকারের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
একুশে সংবাদ/আ.ট/এ.জে