পাকিস্তানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ভারতের জম্মু ও পাঞ্জাব সীমান্ত এলাকা। বৃহস্পতিবার (৮ মে) রাতে এ ঘটনায় সীমান্তবর্তী বেশ কিছু এলাকায় ব্ল্যাকআউট ও মোবাইল পরিষেবা বন্ধ ঘোষণা করা হয়েছে।
এনডিটিভি ও বিবিসি জানিয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন আরএস পুরা, আরনিয়া, সাম্বা ও হীরানগর এলাকায় মোট ৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যদিও ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, তাদের এয়ার ডিফেন্স ইউনিট বেশিরভাগ হামলা প্রতিহত করেছে।
হামলার পর জম্মুর কিছু অংশে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে। পাঞ্জাবের ফিরোজপুর, গুরুদাসপুর এবং রাজস্থানের সীমান্তবর্তী এলাকাতেও সম্পূর্ণ ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে।
এদিকে, সিএনএন জানিয়েছে, পাঠানকোট শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, তবে বিস্তারিত এখনও নিশ্চিত হয়নি।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। এর জবাবে গত ৬ মে ভারত আজাদ কাশ্মীরে ৯টি স্থানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
বিশ্লেষকদের আশঙ্কা, পারমাণবিক অস্ত্রে সজ্জিত দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনা যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তবে তা বিপর্যয়কর পরিস্থিতিতে রূপ নিতে পারে।
একুশে সংবাদ/ আ.ট/এ.জে
আপনার মতামত লিখুন :