ইসরাইলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইয়েমেনি প্রতিরোধ বাহিনীর এ হামলায় অন্তত ২ ইসরাইলি সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হামলার পরপরই বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করে দেওয়া হয়।
রোববার (৪ মে) সকালে ইসরাইলের মধ্যাঞ্চলে সাইরেন বেজে ওঠে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতায়। পরে স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের পাশে আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী।
টাইমস অব ইসরাইলসহ বিভিন্ন ইসরাইলি সূত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ইরানের মেহের বার্তা সংস্থা জানায়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি বিমানবন্দরের কাছাকাছি বিস্ফোরিত হয়।
বিশ্লেষকরা বলছেন, এ হামলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এক নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে। তেলআবিবের মতো কড়া নিরাপত্তাবেষ্টিত এলাকায় এমন হামলা ইসরাইলের জন্য কৌশলগত ও মনস্তাত্ত্বিক চাপ বাড়িয়ে দিচ্ছে।
ইসরাইলি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে হামলার পরিপ্রেক্ষিতে কোনো বিবৃতি দেয়নি। তবে বিমান চলাচল বন্ধ করে দেওয়া এবং নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি থেকে বোঝা যাচ্ছে, পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ।
একুশে সংবাদ/যু/এ.জে
আপনার মতামত লিখুন :