AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৭ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শীতকে বিদায় জানানোর স্লাভ ঐতিহ্য


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:২৬ এএম, ৩ মার্চ, ২০২৫

শীতকে বিদায় জানানোর স্লাভ ঐতিহ্য

রাশিয়ায় মাসলেনিৎসা লোকজ উৎসব উদযাপন করতে শনিবার (১ মার্চ) একটি বিশাল কাঠের কাঠামোতে আগুন দেয়া হয়। মধ্য রাশিয়ার কালুগা অঞ্চলের নিকোলা-লেনিভেটস নামক উন্মুক্ত শিল্প উদ্যানে এই উৎসব অনুষ্ঠিত হয়। বিশাল কাঠের স্থাপনা পুড়িয়ে বসন্তের সূচনা উদযাপনের জন্য উৎসবটি বিখ্যাত।

প্রতি বছর বিভিন্ন থিমের ভিত্তিতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এবারের উৎসবের কাঠামোটি স্প্যানিশ ঔপন্যাসিক মিগেল দে সার্ভান্তেস রচিত ‘ডন কিহোতে’ চরিত্র ও তার পাহারাদার পাখার (উইন্ডমিল)-এর বিরুদ্ধে যুদ্ধ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়। খবর রুশ সংবাদমাধ্যম তাসের।

উৎসবের আয়োজকদের মতে, ২৬ মিটার উঁচু কাঠামোটি তৈরি করতে প্রায় তিন মাস লেগেছে, যেখানে মোট ২৪টি কাঠের টাওয়ার ছিল। এটি পোড়ানোর আগে দর্শনার্থীদের এর ভেতর ও বাইরে ভালোভাবে দেখার সুযোগ দেয়া হয়।মাসলেনিৎসা অর্থোডক্স খ্রিস্টানদের একটি ঐতিহ্যবাহী উৎসব, যা অর্থোডক্স লেন্ট বা উপবাস শুরুর আগের শেষ সপ্তাহে উদযাপিত হয়।

‍‍`প্যানকেক সপ্তাহ‍‍` বা ‍‍`বাটার সপ্তাহ‍‍` নামেও পরিচিত মাসলেনিৎসা মূলত রাশিয়া, বেলারুশ ও ইউক্রেনে পালিত হয় এবং ঐতিহ্যগতভাবে শীতের সমাপ্তির প্রতীক। অর্থোডক্স চার্চ একে উৎসব ও ভোজনের সপ্তাহ হিসেবে গ্রহণ করেছে।


একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!