ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বাসের সঙ্গে আরেক গাড়ির সংঘর্ষে দশজন নিহত হয়েছেন এবং ১৯ জন আহত হয়েছেন। তারা সবাই মহাকুম্ভ মেলায় যাচ্ছিলেন বলে জানা গেছে। প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়কের মেজা এলাকায় বাসের সঙ্গে বোলেরো গাড়ির সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভক্তরা ছত্তিশগড়ের কোরবা জেলা থেকে গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করতে যাচ্ছিলেন। তাদের বহনকারী বোলেরো ও মধ্যপ্রদেশের রাজগড় জেলা থেকে যাতায়াতকারী একটি বাসের মধ্যে সংঘর্ষ হয়।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী দুর্ঘটনার বিষয়টি স্বীকার করে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত এবং ত্রাণ কাজ ত্বরান্বিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এর আগে সপ্তাহের শুরুতে, মহাকুম্ভ মেলা থেকে ফিরে আসা সাতজন অন্ধ্রপ্রদেশের তীর্থযাত্রী মারা যান। মধ্যপ্রদেশের জবলপুর জেলায় একটি মিনি-বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের পরে আরও দু`জন আহত হয়েছেন।
প্রসঙ্গত, ভারতে ১৩ জানুয়ারি শুরু হওয়া এই মহাকুম্ভ মেলা শেষ হবে আগামী ২৬ ফেব্রুয়ারি।
একুশে সংবাদ/ এস কে